নিজস্ব প্রতিবেদক : ১৪ জানুয়ারি ২০২১, বৃহস্পতিবার, ১৯:৩৮:৫৬
হাইতির কারভেন বেলফোর্টের দেয়া গোলে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল জয়ে শুরু করতে পেরেছে আবাহনী। বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আবাহনী ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবকে।
৮৫ মিনিট গোলশূন্য পার হওয়ার পর আবাহনী সমর্থকদের স্বস্তি এনে দেন বেলফোর্ট। বদলী রুবেল মিয়ার শট ঠিকমতো গ্রিপে নিতে পারেননি পুলিশের গোলরক্ষক নেহাল। বেলফোর্টের প্রথম প্রচেষ্টা ব্যর্থ হলেও দ্বিতীয় টোকায় লক্ষভেদ করেন এ হাইতিয়ান।
আবাহনী ফেডারেশন কাপের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের সর্বাধিক ৬ বারের চ্যাম্পিয়নদের জন্য এবার ট্রফি ঘরে ফিরিয়ে নেয়া বড় এক চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জের শুরুটা জয়ে হলেও পারফরম্যান্স ভাবিয়ে তুলেছে সমর্থকদের।
Rent for add