নিজস্ব প্রতিবেদক : ১৩ জানুয়ারি ২০২১, বুধবার, ২২:৩০:২২
বাংলাদেশ প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস শুভ সূচনা করেছে। আজ বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারা ২-০ গোলে উত্তর বারিধারা ক্লাবকে পরাজিত করে। প্রথমার্ধে বিজয়ী দল ১-০ গোলে এগিয়ে ছিল।
ঘরোয়া ফুটবলের সবচেয়ে বিগ বাজেটের দল বসুন্ধরা কিংস মাঠে বল গড়ানোর পর থেকে দুর্দান্ত খেললেও তাদেরকে কাঙ্খিত গোল পেতে ৩৫ মিনিট পর্যন্ত অপেক্ষায় থাকতে হয়েছে। বিশ্বনাথ ঘোষের ক্রস থেকে আর্জেন্টাইন স্ট্রাইকার রাউল অস্কার বেচেরার দর্শনীয় হেডে আসে এ কাঙ্খিত গোল।
এর আগে কিংস অবশ্য ৯ মিনিট ও ২৪ মিনিটেও সম্ভাব্য গোলের উৎস খুঁজে পেয়েছিল। কিন্ত বেচেরার কিংবা খালেদ শাফি কেউ সুযোগের সদ্ব্যবহার করতে পারেননি।
তবে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ বারিধারা তুলনামূলকভাবে ভালই খেলেছে। চাপের মুখে থেকেও তারা বেশ কয়েকটি আক্রমণ পেয়েছিল। কিন্তু শক্তিশালী বসুন্ধরা কিংসের রক্ষণভাগ এসে তাদের আক্রমণগুলো ধরে রাখতে পারেনি।
তারপরও ৪৮ মিনিটে সুমন রেজাএকটি চমৎকার সুযোগ পেয়েও দলকে সমতায় ফেরাতে পারেননি। এর আগেই তার গোলমুখি শটটি কিংসের গোলরক্ষক বল নিয়ন্ত্রণে নিয়ে ফেলেন।
৫৫ মিনিটে মোহাম্মদ ইব্রাহিমের প্লেসিং শটে কিংস ব্যবধান দ্বিগুণ করে। যদিও প্রতিপক্ষ এ গোল নিয়ে আপত্তি তুলেছিল ইব্রাহিম অফসাইডে ছিলেন।
আগামীকাল বৃহস্পতিবার একই ভেন্যুতে বিকেল ৪ টায় লিগের দ্বিতীয় ম্যাচে ঢাকা আবাহনী লিমিটেড ও বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব একে অপরের মোকাবিলা করবে।
Rent for add