নিজস্ব প্রতিবেদক : ১৩ জানুয়ারি ২০২১, বুধবার, ২০:৩৪:৫৭
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ন্যাশনাল টিমস কমিটি আজ বুধবার এক জরুরী সভায় বসেছিল বাফুফে ভবনে। এ জরুরী সভায় বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। শুধু তাই নয়, সেই সাথে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নেয়া হয়েছে।
সভা শেষে বাফুফে সহসভাপতি ও ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ এমপি বলেন, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান প্রশিক্ষক জেমি ডে আগামীকাল ১৪ জানুয়ারি ঢাকায় আসছেন। ঢাকায় আসার পর কোভিড-১৯ পরিস্থিতির কারণে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ম মেনে তাকে ১৪ দিন হোটেলে কোয়ারেন্টাইনে থাকতে হবে।
কাজী নাবিল আহমেদ এমপি আরো জানান, ওমান ও কাতার ফুটবল ফেডারেশন ‘ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্স রাউন্ড’ এবং ‘এএফসি এশিয়ান কাপ প্রিলিমিনারী জয়েন্ট কোয়ালিফিকেশন রাউন্ড’ ম্যাচগুলো আগামী মার্চে ফিফা উইন্ডোতে সেন্ট্রালাইজড ভেন্যু ওমান অথবা কাতারে আয়োজন করার প্রস্তাব দিয়েছিল।
কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন অসম্মতি প্রকাশ করে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের পরবর্তী তিনটি হোম ম্যাচ ফিফা কর্তৃক প্রদত্ত সময়সূচি অনুযায়ী বাংলাদেশে অনুষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে।
Rent for add