: ২৬ ডিসেম্বর ২০২০, শনিবার, ১৭:২২:৩৫
বড়দিনের ছুটি কাটিয়ে মাঠে ফেরাটা খুব একটা সুখকর করে রাখতে পারল না ম্যানচেস্টার সিটি। শুক্রবার ইংলিশ জায়ান্ট ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়েছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গাব্রিয়েল জেসুস ও ইংলিশ ডিফেন্ডার কাইল ওয়াকার করোনায় আক্রান্ত হয়েছে। সাথে ক্লাবের দুইজন সাপোর্ট স্টাফও করোনা পজিটিভ হয়েছেন।
প্রিমিয়ার লিগ ও বৃটিশ সরকারের কোয়ারেন্টাইন প্রোটোকল অনুযায়ী চারজনকেই সেলফ-আইসোলেশনে পাঠানো হয়েছে। তাদের সার্বক্ষনিক পর্যবেক্ষণে রাখা হবে বলে ক্লাবের এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘বড়দিনের ছুটি কাটিয়ে নিজেদের কর্মস্থল, অনুশীলন ও ম্যাচে যাতে সবাই দ্রুত ফিরতে পারে সেজন্য ক্লাবের পক্ষ থেকে আমাদের সতীর্থদের জন্য শুভকামনা জানানো হয়েছে।’
করোনা পজিটিভ হওয়ায় জেসুস ও ওয়াকার সিটির হয়ে চার থেকে পাঁচটি ম্যাচে খেলতে পারবেন না। ১৩ ম্যাচ শেষে ২৩ পয়েন্ট নিয়ে সিটি বর্তমানে প্রিমিয়ার লিগ টেবিলের অষ্টম স্থানে রয়েছে।
Rent for add