: 26 DECEMBER, 2020, 12:29 AM
আই লিগে খেলতে কলকাতা পৌঁছেছেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। বৃহস্পতিবার দুপুর ৩ টা নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছন তিনি। এই মওসুমে মোহামেডানের হয়ে খেলবেন জামাল।
৩০ বছরের এই মিডফিল্ডার কলকাতা পৌঁছে বলেছেন, ’দারুণ খুশি মোহামেডানে খেলার সুযোগ পেয়ে। নতুন চ্যালেঞ্জ নেয়ার জন্য আমি মুখিয়ে থাকি। এই ক্লাবের ইতিহাস আমাকে আকৃষ্ট করে। নতুন দেশ, নতুন অভিজ্ঞতার জন্য আমি তৈরি। নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব ক্লাবের হয়ে।’
জামালের জন্ম ডেনমার্কে। সেখানেই তাঁর ফুটবল শিক্ষার শুরু। বাংলাদেশে শেখ জামাল ধানমন্ডি, শেখ রাসেলের মতো ক্লাবে খেলেছেন তিনি। সইফ স্পোর্টিং ক্লাব থেকে তিনি লোনে এলেন মোহামেডানে। সৌজন্যে : আনন্দবাজার পত্রিকা
Rent for add