: 20 DECEMBER, 2020, 10:50 PM
জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপে আজ রোববার দুটি ম্যাচই গোল শূন্য ড্র হয়েছে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন পল্টন ময়দানে প্রথম ম্যাচে ফেনীর ছাগলনাইয়া পাইলট হাই স্কুল ও বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল একে অপরের সাথে গোল শূন্য ড্র করে। গোল শূন্য ড্র হলেও চমৎকার ক্রীড়াশৈলী দেখিয়ে ফেনীর ইসাক বম সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন।
একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচে টা্ঙ্গাইল সূতী ভিএম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ও দিনাজপুরের দাউদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ও পরস্পরের সাথে গোল শূন্য ড্র করে। এ ম্যাচে সেরা খেলোয়াড় হয়েছেন টাঙ্গাইলের আজিম।
Rent for add