: 16 DECEMBER, 2020, 10:16 PM
কুমিল্লা জেলায় বঙ্গবন্ধু প্রথম বিভাগ ফুটবল লিগ আজাদ স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। ১৫ ডিসেম্বর শিরোপা লড়াইয়ে তারা টাইব্রেকারে ৩-১ গোলে সোনালী স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। এ বছর লিগে মোট ১০টি দল অংশগ্রহণ করে।
খেলা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার পুরস্কার বিতরণ করেন।
বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রুমেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আরফানুল হক রিফাত।
Rent for add