সাবিনা পেলেন ক্লাব থেকে ৩ লাখ টাকা পুরস্কার

বাংলাদেশ ফুটবল ফেডারেশন নারী ফুটবল লিগের সর্বোচ্চ গোলদাতা সাবিনা খাতুনকে পুরস্কার হিসেবে দিয়েছিলেন মাত্র ৫ হাজার টাকা। লিগের সেরা খেলোয়াড় তহুরা খাতুনও পেয়েছিলেন সমপরিমান একই অর্থ।

অর্থ পুরস্কারে বাফুফে সাবিনা আর তহুরাকে হতাশ করলেও জাতীয় দলের এ দুই ফরোয়ার্ডকে তাদের ক্লাব বসুন্ধরা কিংস হতাশ করেননি। নির্ধারিত পারিশ্রমিকের বাইরেও সাবিনা ৩ লাখ আর তহুরা পেলেন ২ লাখ টাকা।

নারী ফুটবল লিগে বসুন্ধরা কিংসকে অপরাজিত চ্যাম্পিয়ন করতে বড় অবদান রেখেছেন অধিনায়ক সাবিনা খাতুন। তিনি ১২ ম্যাচে ৮ হ্যাটট্রিকসহ করেন ৩৫ গোল। এক্ষেত্রে লিগ সেরা খেলোয়াড় তহুরার অবদানও কম নয়।

তাই তো সাবিনা-তহুরার অসাধারণ পারফরম্যান্সের জন্য পুরস্কৃত করেছে তাদের ক্লাব বসুন্ধরা কিংস। সাবিনা-তহুরা ছাড়াও দলের প্রত্যেক সদস্যকে দলের সংবর্ধনা অনুষ্ঠানে আর্থিক পুরস্কার দেয়া হয়েছে।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান, দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন এবং দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম।

 

Rent for add