মোহামেডানকে হারিয়েছে সাইফ


ম্যাচের পর ম্যাচ জিতে আর্জেন্টাইন কোচ দিয়েগো ক্রুসিয়ানির দল সাইফ স্পোর্টিং ক্লাব বাংলাদেশ প্রিমিয়ার লিগে রানার্সআপ হওয়ার লড়াইয়ে ফিরে আসছে।

লিগের প্রথম পর্বে অবস্থানটা ভালো না হলেও দ্বিতীয় পর্বে এসে টানা চার ম্যচ জিতলো দলটি। সর্বশেষ বৃহস্পতিবার তারা কুমিল্লায় মোহামেডানকে ৩-১ গোলে হারিয়ে উঠে গেছে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে।

৩-০ গোলের সহজ জয় নিয়েই মাঠ ছাড়তে পারতো সাইফ। শেষ মিনিটে মোহামেডানের জাফর ইকবাল গোল করে হারের ব্যবধান কমিয়েছে। সাইফের গোল করেছেন উজবেকিস্তানের আসরর গভারভ ১৮ মিনিটে, নাইজেরিয়ার এমফন সানডে ২৩ মিনিটে এবং আরেক নাইজেরিয়ান এমেকা অগবুগ ৮০ মিনিটে।

এ জয়ে ১৫ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের চারে সাইফ স্পোর্টিং ক্লাব। সমান ম্যাচে মোহামেডান ২২ পয়েন্ট নিয়ে টেবিলের ৬ নম্বরে।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent