নিজস্ব প্রতিবেদক : ২১ ডিসেম্বর ২০২১, মঙ্গলবার, ২:২৮:৪৭
আগামী শনিবার থেকে ফেডারেশন কাপ মাঠে গড়াচ্ছে। এই আসরে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১২ দল অংশগ্রহণ করবে।
প্রিমিয়ার লিগের দলগুলো হচ্ছে বসুন্ধরা কিংস, আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, শেখ রাসেল ক্রীড়া চক্র, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, সাইফ স্পোর্টিং ক্লাব, চট্টগ্রাম আবাহনী, বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব, উত্তর বারিধারা ক্লাব ও স্বাধীনতা ক্রীড়া সংঘ। এই দলগুলো চার গ্রুপে ভাগ হয়ে অংশ নেবে ফেডারেশন কাপে।
বৃহস্পতিবার বাফুফে ভবনে ফেডারেশন কাপের ড্র অনুষ্ঠিত হবে। স্বাধীনতা কাপের মতোই ফেডারেশনে কাপের খেলাগুলো কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
Rent for add