বাসস : ২৬ আগস্ট ২০২২, শুক্রবার, ১৩:১৯:৫৬
সুইডিশ স্ট্রাইকার আলেক্সান্দার ইসাককে রিয়াল সোসিয়েদাদ থেকে ৭০ মিলিয়ন ইউরোতে দলে ভিড়িয়েছে নিউক্যাসল ইউনাইটেড।প্রিমিয়ার লিগ ক্লাব সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
নিউক্যাসল ক্লাবের জন্য এটাই সবচেয়ে বড় চুক্তির রেকর্ড। অনেকদিন ধরেই ক্লাবে একজন স্ট্রাইকারের অভাব অনুভূত হচ্ছিল। ইসাককে নিয়ে সেই অভাব অনেকটাই পূরণ হবে বলে সবাই আশাবাদী।
স্প্যানিশ গণমাধ্যম এল ডিয়ারিও ভাসকো প্রথম এই ট্রান্সফারের ব্যাপারে রিপোর্ট করেছিল। একইসাথে তারা জানিয়েছিল লা লিগা ক্লাবটি ইতোমধ্যেই ইসাকের বদলী খেলোয়াড়ের সন্ধান করছে।
২০১৯ সালে বরুশিয়া ডর্টমুন্ড থেকে ১০ মিলিয়ন ইউরোতে সোসিয়েদাদে যোগ দিয়েছিলেন ইসাক। চার বছর লা লিগার ক্লাবটিতে থাকার পর বিদায়ের সময় সোসিয়েদাদের সবচেয়ে দামি খেলোয়াড়ে পরিণত হয়েছেন। এর আগে ডিফেন্ডার ইনিগো মার্টিনেজকে অ্যাথলেটিক ক্লাবের কাছে ২০১৮ সালে ৩২ মিলিয়ন ইউরোতে ছেড়ে দিয়েছিল সোসিয়েদাদ যা এতদিন পর্যন্ত সর্বোচ্চ ছিল।
ইসাকের ব্যাপারে শীর্ষ ক্লাবগুলোর আগ্রহের কথা সোসিয়েদাদ সবসময়ই জানতো। যে কারণে ২০২১ সালের শেষে তার রিলিজ ক্লজ ৯০ মিলিয়ণ ইউরো পর্যন্ত বৃদ্ধি করেছিল। গত কয়েক মৌসুম ধরেই সোসিয়েদাদের আক্রমণভাগের মূল ভরসা ছিলেন ইসাক। এ পর্যন্ত ১৩২ ম্যাচে তিনি ৪৪ গোল করেছেন। গত বছর ফেব্রুয়ারিতে জানা গিয়েছিল বার্সেলোনা ইসাকের উপর সতর্ক দৃষ্টি রাখছে। জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে প্রিমিয়ার লিগের অন্যান্য ক্লাবের তার প্রতি আগ্রহের গুঞ্জন উঠেছিল যার মধ্যে অন্যতম ছিল আর্সেনাল।
এ নিয়ে এবারের গ্রীষ্মে পঞ্চম খেলোয়াড় হিসেবে নিউক্যাসলে যোগ দিলেন ইসাক। ইতোমধ্যেই সেন্ট জেমস পার্কে পাড়ি জমিয়েছেন ম্যাট টার্গেট, নিক পো, সেভেন বোটম্যান ও চার্লি ম্যাকআর্থার।
Rent for add