নিজস্ব প্রতিবেদক : ২১ জুলাই ২০২২, বৃহস্পতিবার, ২১:০৩:৫৯
খাদের কিনারায় দাঁড়িয়ে এক ম্যাচে ৩ পয়েন্ট পাওয়া মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের জন্য বিশাল অর্জন। আবার সেই অর্জনটি মোহামেডানের মতো দলকে হারিয়ে। বৃহস্পতিবার গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে মোহামেডানকে ২-১ গোলে হারিয়েছে মুক্তিযোদ্ধা।
এই জয় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে অবনমন শঙ্কা থেকে মুক্ত করেনি। তবে পায়ের নিচে একটু মাটি পেলো দলটি। ২০ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের ১০ নম্বরে উঠে এলো মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।
চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল পেয়ে গেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। টেবিলের তলানীতে থাকা দলগুলো লড়াই করছে টিকে থাকার এবং মাঝামাঝিতে থাকা দলগুলোর লক্ষ্য কোনমতে লিগটা শেষ করা। মোহামেডান এই ম্যাচ জিতলে তৃতীয় হওয়ার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে পারতো। এখনো কাগজ-কলমে সেই সুযোগ থাকলেও বাস্তবে অসম্ভব। লিগ শেষে ৫ বা ৬ নম্বরেই তাদের দেখা যাওয়ার সম্ভাবনা বেশি।
মোহামেডানকে হারানো মুক্তিযোদ্ধার দুই গোল করেছেন বুরুন্ডির সুদি আবদুল্লাহ। ২৬ ও ৬৯ মিনিটে গোল করে মুক্তিযোদ্ধার জয়ের পথ তৈরি করেছেন সুদি।
শেষ মিনিটে মোহামেডানের নাইজেরিয়ান মিডফিল্ডার অবি মনেকে গোল করে হারের ব্যবধান কমিয়েছেন মাত্র। ২০ ম্যাচে মোহামেডানের পয়েন্ট ২৯। সাদাকালোরা এখন টেবিলের ৫ম স্থানে।
দিনের অন্য দুই ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্র ৪-১ গোলে হারিয়েছে পুলিশ ফুটবল ক্লাবকে এবং রহমতগঞ্জ ৫-১ গোলে হারিয়েছে স্বাধীনতা ক্রীড়া সংঘকে।
Rent for add