নিজস্ব প্রতিবেদক : ১০ এপ্রিল ২০২২, রবিবার, ১৬:৫৯:২৬
বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম পর্বের খেলা শেষ হয়েছে শনিবার (৯ এপ্রিল)। রোববার থেকেই শুরু লিগের মধ্যবর্তী দলবদল, চলবে ২১ এপ্রিল পর্যন্ত।
এই ১২ দিনে কোন ক্লাব চাইলে খেলোয়াড় তালিকায় পরিবর্তন আনতে পারবে। মধ্যবর্তী এই দলবদল শেষ হওয়ার সর্বোচ্চ দুই-তিন দিন পর শুরু হবে প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব।
প্রথম পর্ব শেষে ২৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে সবশেষ দুই আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। ১১ ম্যাচের মধ্যে চ্যাম্পিয়নরা ৮টি জিতেছে ও দুটি ম্যাচ ড্র করে একটি হেরেছে।
২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে প্রিমিয়ার লিগের ৬ বারের চ্যাম্পিয়ন আবাহনী। মৌসুমের প্রথম দুটি টুর্নামেন্ট স্বাধীনতা কাপ ও ফেডারেশ কাপে জয়ী দলটির সামনে ট্রেবল জয়ের হাতছানি।
২১ পয়েন্ট নিয়ে তিনে আছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব, সমান পয়েন্ট নিয়ে চার নম্বরে চট্টগ্রাম আবাহনী ও ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে আছে মোহামেডান। দলটি ১১ ম্যাচের চারটি জিতেছে এবং ৫টি ড্র করে দুটি হেরেছে।
প্রথম পর্ব শেষ গোলদাতাদের শীর্ষে আছেন চট্টগ্রাম আবাহনীর নাইজেরিয়ান ফরোয়ার্ড পিটার থ্যাঙ্কগড। তার গোল ১৩ টি। ১০ গোল নিয়ে দ্বিতীয় স্থানে বসুন্ধরা কিংসের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন রবিনহো। গোলদাতাদের শীর্ষ ১০-এ নেই স্থানীয় কোন খেলোয়াড়।
সবসময়েরও মতো এবারও প্রিমিয়ার লিগ চলছে বিদেশি খেলোয়াড়দের দাপট। প্রথম পর্বে গোল হয়েছে ১৮৪টি। এর মধ্যে দেশিদের গোল মাত্র ৫৮টি। দেশিদের মধ্যে বেশি গোল বসুন্ধরা কিংসলের ফরোয়ার্ড এলিটা কিংসলের। তিনি গোল করেছেন ৫টি। নাইজেরিয়ান নাগরিকত্ব ছেড়ে বাংলাদেশি হয়েছেন তিনি।
প্রথম পর্বে যে ৬টি হ্যাটট্রিক হয়েছে তার সবগুলোই করেছেন বিদেশিরা। দুটি হ্যাটট্রিক করেছেন চট্টগ্রাম আবাহনীর নাইজেরিয়ান ফরোয়ার্ড পিটার থ্যাঙ্কগড।
একটি করে হ্যাটট্রিক আছে আবাহনীর ব্রাজিলিয়ান স্ট্রাইকার দরিয়েলতন, শেখ জামালের নাইজেরিয়ান ফরোয়ার্ড চিনেদু ম্যাথু, সাইফের নাইজেরিয়ান ফরোয়ার্ড এমেকা ওগবুগ, পুলিশের আফগান স্ট্রাইকার আমির উদ্দিন শরিফীর।
Rent for add