বাসস : ৪ ডিসেম্বর ২০২১, শনিবার, ১:৪৫:৪৮
কয়েক মাসের জন্য মাঠের বাইরে চলে যেতে পারেন এসি মিলান তারকা সাইমন কেজার। বৃহস্পতিবার এসি মিলান জানিয়েছে তাদের ড্যানিশ সেন্টার ব্যাকের বাঁ পায়ের লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।
বুধবার জেনোয়ার বিপক্ষে জয় পাওয়া ম্যাচের প্রথমার্ধেই ইনজুরিতে পড়েন কেজার। বিরতির আগেই স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তাকে। সিরি এ লিগের জায়ান্টরা এক বিজ্ঞপ্তিতে জানায় তার লিগামেন্ট ঠিক করার জন্য অস্ত্রোপচার করাতে হবে।
বিজ্ঞপ্তিতে মিলান জানায়, ‘লিগামেন্টের ক্ষতি মেরামতের জন্য তার বা পায়ের হাঁটুতে আথ্রোস্কোপির প্রয়োজন বলে এমআরআই ও বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছে। ’
৩২ বছর বয়সী কেজারের ইনজুরিতে আরো প্রলম্বিত হল স্টেফানো পিওলির দলের ইনজুরি তালিকা। ইতোমধ্যে তার দলের বাইরে পড়ে আছেন অলিভার গিরুদ, আন্তে রেবিক ও ডেভিড ক্যালাব্রিয়া।
শনিবার সানসিরোতে সিরি এ লিগে সালেরনিতানার মোকাবেলা করবে এসি মিলান। তিনদিন পর চ্যাম্পিয়ন্স লিগে প্রিমিয়ার লিগ জায়ান্ট লিভারপুলকে আতিথেয়তা দিবে তারা। ওই ম্যাচের ফলাফলের উপর নির্ভর করছে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে রোজনরিদের স্থান। এরপর সিরি এ লিগের শীর্ষ পয়েন্টধারী নাপোলি সফরে যাবে মিলানের ক্লাব।
এই মুহুর্তে লিগ তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে এসি মিলান। শীর্ষধারী নাপোলির চেয়ে এক পয়েন্টে পিছিয়ে আছে তারা।
Rent for add