নিজস্ব প্রতিবেদক : ২৮ আগস্ট ২০২১, শনিবার, ১৯:৪৭:২০
আঞ্চলিক পর্ব শেষে অপেক্ষায় ছিল জেএফএ কাপ অনূর্ধ্ব-১৪ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বের। কিন্তু করেনোর কারণে শুরু সম্ভব হয়নি। অবশেষে দেশে করোনাভাইরাসের প্রকোপ কমতে থাকায় বাফুফে ১ সেপ্টেম্বর বুধবার রাজশাহী শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে শুরু করতে যাচ্ছে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। ৮ দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে শিরোপা নির্ধারণী পর্বে।
‘এ’ গ্রুপের চার দল হচ্ছে-ময়মনসিংহ, পঞ্চগড়, ব্রাহ্মণবাড়িয়া ও কক্সবাজার এবং ‘বি’ গ্রুপের চার দল হচ্ছে-রাজশাহী, মাগুরা, খুলনা ও ফরিদপুর।
লিগ ভিত্তিতে খেলা শেষে গ্রুপের শীর্ষ দুটি করে দল উঠবে সেমিফাইনালে। এরপর ফাইনাল। চ্যাম্পিয়ন দল ৫০ হাজার, রানার্সআপ দল ২৫ হাজার ছাড়াও ভেন্যু রাজশাহী ৩০ হাজার এবং প্রত্যেকটি দল অংশগ্রহন ফি বাবদ ২৫ হাজার টাকা করে পাবে।
চূড়ান্ত পর্ব উপলক্ষে শনিবার বাফুফে ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের বিস্তারিত তুলে ধরেন বাফুফের নারী ফুটবল উইংয়ের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ। এ সময় উপস্থিত ছিলেন বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ, সদস্য আমের খান ও সহ-পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের নির্বাহী পরিচালক ইকবাল বিন আনোয়ার ডন।
Rent for add