এএফসি গ্রাসরুট ডে উপলক্ষে বাফুফের আয়োজন


এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সহযোগিতায় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ব্যবস্থাপনায় শনিবার এএফসি গ্রাসরুট ডে উদযাপন হবে।

এএফসি গ্রাসরুট ডে উদযাপন হবে মতিঝিলস্থ বাফুফে আর্টিফিসিয়াল টার্ফ ও মাঠ, বাফুফের গ্রাসরুট জোন নীলফামারীর শেখ কামাল স্টেডিয়াম, মাদারীপুর জেলা স্টেডিয়াম এবং ফেনীর ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোভিড-১৯ সম্পর্কিত নীতিমালা ও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে দর্শকহীনভাবে করা হবে গ্রাসরুট উদযাপন । প্রতিটি জোনে অনুর্ধ্ব-৮ হতে অনুর্ধ্ব-১৫ বছর বয়সী ২০০ জন করে সর্বমোট ৮০০ জন কিশোর ফুটবলার উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করবে।

এএফসি গ্রাসরুট ডে উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া এবং জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন।

মতিঝিলস্থ বাফুফে আর্টিফিসিয়াল টার্ফ মাঠে শনিবার সকাল সাড়ে ১১ টায় উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাফুফে সহসভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান জনাব মো. আতাউর রহমান ভূঁইয়া (মানিক)।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent