মুক্তিযোদ্ধা-আরামবাগ ম্যাচ গোলশূন্য


মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ও আরামবাগ ক্রীড়া সংঘের মধ্যেকার বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে। শনিবার রাতে অনুষ্ঠিত নিস্প্রাণ ম্যাচটিতে কোনো দলই গোল করতে পারেনি।

ড্র করে মূল্যবান একটি করে পয়েন্ট ঝুলিতে যোগ করলো দুই ক্লাব-যারা আছে অবনমনের শঙ্কায়।

১৪ ম্যাচে মুক্তিযোদ্ধার সংগ্রহ ১০ পয়েন্ট। তারা আছে টেবিলের ১০ নম্বরে। আরামবাগ ক্রীড়া সংঘের ১৫ ম্যাচে দুই পয়েন্ট। সবার নিচে থাকা এ ক্লাবটি অবনমনের সবেচেয়ে বড় ঝুঁকিতে।

 

Rent for add

সর্বশেষ নিউজ

for rent