নিজস্ব প্রতিবেদক : ২১ এপ্রিল ২০২১, বুধবার, ২০:২০:১১
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) পূর্ণাঙ্গ ঢাকা মহানগরী ফুটবল লিগ কমিটি ঘোষণা করেছে। বাফুফে সহসভাপতি মো. ইমরুল হাসানকে চেয়ারম্যান করে ১৩ সদস্যের ঢাকা মহানগরী ফুটবল লিগ কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে অপর সদস্যদের মধ্যে রয়েছেন একজন কো-চেয়ারম্যান, তিনজন ডেপুটি চেয়ারম্যান এবং আট জন সদস্য।
ঢাকা মহানগরী ফুটবল লিগ কমিটি
চেয়ারম্যান : মো. ইমরুল হাসান
কো-চেয়ারম্যান : আলহাজ্ব সালেহ জামান সেলিম
ডেপুটি-চেয়ারম্যান : ইসমত জামিল আকন্দ লাভলু, মো. এনামুল হক আবুল ও মীর নিজাম উদ্দিন আহমেদ
সদস্য : মারুফ আহমেদ মনসুর, হাজী নজরুল ইসলাম, হাজী রাহাত আহমেদ পীরু. সৈয়দ সাইফুর রহমান টুটুল, মো. জাকির হোসেন, আহাদ বাপ্পী, জাহাঙ্গীর আলম প্রধান ও মো. আবদুল মান্নান
Rent for add