: ২২ ডিসেম্বর ২০২০, মঙ্গলবার, ১৯:৩৪:১৫
‘মুজিব বর্ষের অঙ্গীকার মাদক রুখবে খেলোয়াড়’ এ স্লোগানকে সামনে রেখে তাড়াইল উপজেলায় শেষ হয়েছে একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। তাড়াইল উচ্চ বিদ্যালয়ের মাঠে ফাইনালে সাইফুল একাডেমি ১-০ গোলে মিজান একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। জয়সূচক গোল করেন শিপন।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার মো. তারেক মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকী। টুর্নামেন্টের সার্বিক দায়িত্বে ছিলেন কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আল-আমিন।
এর আগে দিনব্যাপী এ টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ৪-০ গোলে আলম একাডেমিকে এবং দ্বিতীয় সেমিফাইনালে মিজান একাডেমি ২-১ গোলে জীবন একাডেমিকে হারিয়ে ফাইনালে উঠে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অন্তভূক্ত ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় তাড়াইল উপজেলায় এ টুর্নামেন্টের আয়োজন করে কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিস। তাড়াইলের চারটি একাডেমি নিয়ে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
Rent for add