নিজস্ব প্রতিবেদক : ৩১ মার্চ ২০২১, বুধবার, ১৮:৩০:৩৮
নবম বঙ্গবন্ধু বাংলাদেশ পুরুষ ফুটবলে জিতেছে রংপুর ও বিকেএসপি। বুধবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে গেমসের পুরুষ ফুটবলের ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে রংপুর ২-১ গোলে কক্সবাজার জেলাকে হারিয়েছে।
রংপুরের আরিফুল ইসলাম ও আলমগীর ইনজুরি সময়ে একটি করে গোল করেন। কক্সবাজারের শাওন প্রথমে গোল করে দলের হারের ব্যবধান কমিয়েছেন মাত্র।
অন্য ম্যাচে বিকেএসপি ৫-২ গোলে জিতেছে কুমিল্লার বিপক্ষে। বিকেএসপির রবিউল ও মোরছালিন দুটি করে গোল করেন। আকাশ পঞ্চম গোল করে দলের বড় জয়ে ভূমিকা রাখেন। কুমিল্লার শাহজালাল ও হানিফ একটি করে গোল করেছেন।
Rent for add