নিজস্ব প্রতিবেদক : ২২ মার্চ ২০২১, সোমবার, ২:২৯:৩৪
জেসমিন ও আরিফার হ্যাটট্রিকের উপর ভর করে জেএফএ অনূর্ধ্ব-১৪ জাতীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে রোববার ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে স্বাগতিক ব্রাহ্মণবাড়িয়া জেলা বড় জয় পেয়েছে। তারা ১০-০ গোলে কক্সবাজার জেলাকে পরাজিত করে।
ব্রাহ্মণবাড়িয়ার জেসমিন ১০, ১১, ২৪ ও ৫৮ মিনিটে চারটি, আরিফা ২৯, ৩১ ও ৩২ মিনিটে তিনটি, পূজা ২০ ও ৫০ মিনিটে দু’টি এবং মাকসুদা ৫ মিনিটে একটি গোল করেন।
এদিকে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে স্বাগতিক রাজশাহী জেলা ৩-০ গোলে ঝিনাইদহ জেলাকে পরাজিত করে। বিজয়ী দলের সংকৃসন্ত ৪ ও ৬৭ মিনিটে দু’টি এবং শাহীনা ১৪ মিনিটে একটি গোল করেন।
Rent for add