নিজস্ব প্রতিবেদক : ১৯ মার্চ ২০২১, শুক্রবার, ২:০২:১৮
তৃতীয় বিভাগ ফুটবল লিগে বৃহস্পতিবার দিপালী যুব সংঘ ও টাঙ্গাইল ফুটবল একাডেমি নিজ নিজ খেলায় জয় পেয়েছে। দুটি ম্যাচই কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
দিপালী যুব সংঘ ২:০ ফকিরেরপুল সূর্য তরুণ সংঘ
দিপালী যুব সংঘ ২-০ গোলে ফকিরেরপুল সূর্য তরুণ সংঘকে পরাজিত করে। বিজয়ী দলের মো. এস কে আরিফুল ইসলাম ও যোগেস লাকড়া ৬৮ ও ৭৪ মিনিটে গোল করেন।
টাঙ্গাইল ফুটবল একাডেমি ২:০ লালবাগ স্পোর্টিং ক্লাব
টাঙ্গাইল ফুটবল একাডেমির কাছে ২-০ গোলে হেরেছে লালবাগ স্পোর্টিং ক্লাব। টাঙ্গাইলের হামিদুল হক ও আবদুল্লাহ আল রানা ৭৯ ও ৮৩ মিনিটে গোল করেন।
Rent for add