নিজস্ব প্রতিবেদক : ২৮ ফেব্রুয়ারি ২০২১, রবিবার, ২৩:৩৪:৩২
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) তত্ত্বাবধানে পাঁচদিনব্যাপী ‘নতুন রেফারি প্রশিক্ষণ কোর্স ২০২১’ আজ রোববার শেষ হযেছে।
এ প্রশিক্ষণ কোর্সে দেশের সকল জেলা থেকে ৮০ জন নতুন রেফারি প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। ২৩ ফেব্রুয়ারি বাফুফে ভবনে এ প্রশিক্ষণ শুরু হয়েছিল।
প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফে ডেভেলপমেন্ট কমিটির সদস্য মো. ইকবাল হোসেন, মো. রিয়াদ মাহমুদ, বাফুফে সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ প্রমুখ।
এ প্রশিক্ষণ কোর্স ইন্সট্রাক্টরের দায়িত্ব পালন করেন বাফুফে হেড অব রেফারি আজাদ রহমান, সুজিত কুমার ব্যানার্জী ও নাজমুল হুদা। কোর্সের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাফুফে হেড অব সিএমএস শহিদুল ইসলাম লিমন।
Rent for add