নিজস্ব প্রতিবেদক : ১৩ ফেব্রুয়ারি ২০২১, শনিবার, ১৯:১৯:২১
শিরোপা প্রত্যাশী ঢাকা আবাহনী লিমিটেড বাংলাদেশ প্রিমিয়ার লিগে বড় জয় পেয়েছে। এক তরফার এ ম্যাচে তারা ৪-০ গোলে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ আরামবাগ ক্রীড়া সংঘকে পরাজিত করে।
আজ শনিবার মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে আবাহনী প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিল। ৩১ ও ৪৩ মিনিটে অথার্ৎ মাত্র তের মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফ্রান্সিসকো রদ্রিগেজ দি সৌজা ফিলহো।
দুই গোলে পিছিয়ে পড়া আরামবাগ দ্বিতীয়ার্ধেও ম্যাচে ঘুরে দাঁড়াতে পারেনি। এ অর্ধে দলটি আরো দুটি গোল হজম করে। ৬০ মিনিটে আফগানিস্তানের মাসিহ সাইঘানি ও ৮৮ মিনিটে দিপক রায়ের গোল করেন।
উল্লেখ্য ৮ ম্যাচে ৫ জয় আর ৩ ড্রসহ ১৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিল আবাহনী দ্বিতীয় স্থানে উঠে এসেছে। তবে আরামবাগ এখনো পয়েন্টের মুখ দেখেনি।
Rent for add