নিজস্ব প্রতিবেদক : ১১ ফেব্রুয়ারি ২০২১, বৃহস্পতিবার, ১৭:৫১:৫৫
কিংবদন্তি ফুটবলার কাজী মোহাম্মদ সালাউদ্দিন, সাবেক তারকা ফুটবলার গোলাম গাউসের পর এবার করোনা টিকা নিলেন ঘরোয়া ফুটবলের এক সময়ের জনপ্রিয় গোলরক্ষক বিজন বড়ুয়া।
আজ বৃহস্পতিবার সকালে তিনি প্রাণঘাতী এ করোনাভাইরাসের টিকা গ্রহণ করেন কক্সবাজারের রামু হাসপাতালে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য ও জাতীয় স্কুল ফুটবল কমিটির চেয়ারম্যান বিজন বড়ুয়া করোনা টিকা গ্রহণ প্রসঙ্গে বলেন, নিজেকে, নিজের পরিবারকে এবং দেশের সুরক্ষা নিশ্চিত করতে সবারই করোনা ভ্যাকসিন নেয়া প্রয়োজন।
করোনা টিকা গ্রহণ করার পর সাবেক এ তারকা গোলরক্ষক বলেন, এখন অনেক আত্মবিশ্বাস বেড়েছে। নিজেকে করোনা থেকে ঝুঁকি মুক্ত মনে হচ্ছে। তাই সবাইকে বলবো যত দ্রুত সম্ভব টিকা নিয়ে ফেলুন।
Rent for add