ছুটি কাটাতে দেশে গেছেন রাকিব-তপুদের কোচ


ঈদের বিরতি চলছে ঘরোয়া ফুটবলে। জাতীয় দলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ ও মধ্যবর্তী দলবদলের জন্য লম্বা বিরতির পর বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলা শুরু হয়েছিল ২৯ মার্চ এবং ফেডারেশন কাপের খেলা শুরু হয়েছিল ৪ এপ্রিল। লিগের দুই রাউন্ড ও ফেডারেশন কাপের একটি কোয়ার্টার ফাইনালের পর আবার ঈদ বিরতিতে গেছে ফুটবল।

জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ঘরোয়া ফুটবলের ম্যাচগুলো দেখেন ভেন্যুতে ভেন্যুতে গিয়ে। খেলা নেই বলে তিনিও চলে গেছেন ছুটিতে। ৩০ মার্চ ছুটি কাটাতে দেশে গেছেন কোচ। ফেরার কথা ১৯ এপ্রিল। জুনের আগে জাতীয় দলের খেলা নেই।

বিশ্বকাপ বাছাইয়ের বাকি দুই ম্যাচ অস্ট্রেলিয়া ও লেবানের বিপক্ষে ৬ ও ১১ জুন। ফেডারেশন কাপ ও লিগের খেলা দেখে দেখে তিনি জুনের দুই ম্যাচের জন্য খেলোয়াড় বাছাই করবেন।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent