নিজস্ব প্রতিবেদক : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, শুক্রবার, ২২:০৭:০১
অষ্টম রাউন্ডে রহমতগঞ্জকে হারানোর পরই বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম পর্বে শীর্ষে থাকা নিশ্চিত হয়েছিল বসুন্ধরা কিংসের। শেখ রাসেল ক্রীড়া চক্রের বিপক্ষে চ্যাম্পিয়নদের শেষ ম্যাচ ছিল নিজেদের আরো ওপরে তোলার সুযোগ। শুক্রবার নিজেদের মাঠে সেই সুযোগ পুরোপুরি কাজে লাগাতে পারেনি অস্কার ব্রুজনের দল। সাবেক চ্যাম্পিয়নদের বিপক্ষে ১-১ গোলে ড্র করে দুই পয়েন্ট হারিয়েছে তারা।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলমান আসরে এটি কিংসের প্রথম ড্র। ৯ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে প্রথম পর্ব শেষ করলো কিংস। মোহামেডানের চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে দ্বিতীয় পর্ব শুরু করবে সর্বশেষ চারবারের শিরোপাজয়ীরা। আবাহনীর চেয়ে কিংস এগিয়ে ৭ পয়েন্টে।
গোলশূন্য প্রথমার্ধের পর শেখ রাসেল ক্রীড়া চক্র লিড নেয় ৪৬ মিনিটে। দ্বিতীয়ার্ধের প্রথম আক্রমণেই সুমন রেজার বাড়ানো বলে গোল করেন জাপানি কোদাই লিদা। তবে লিড ধরে রাখতে পারেনি ব্লুজরা। ৬৭ মিনিটে রাকিবের গোলে ম্যাচে ফেরে বসুন্ধরা কিংস। রবসনের শট রুখে দিয়েছিলেন রাসেলের গোলরক্ষক মিতুল মারমা। বল পড়েছিল রাকিবের সামনে। কোনো ভুল করেননি দুর্দান্ত ফর্মে থাকা এই ফরোয়ার্ড। ডান পায়ের ভলিতে বল জালে পাঠিয়ে সমতা আনেন ম্যাচে।
৯০ মিনিটে ব্যবধান ২-১ করার সহজ সুযোগ হারিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। বিশ্বনাথের পা থেকে বল কেড়ে নিয়ে আগুয়ান গোলরক্ষক আনিসুর রহমান জিকোর মাথার ওপর দিয়ে বল বাইরে পাঠিয়ে দেন বুরুন্ডির সোলেমানি ল্যান্ড্রি।
ম্যাচের শেষ ৪৯ মিনিট দশ নিয়ে খেলেছে বসুন্ধরা কিংস। ৪১ মিনিটে ব্রাজিলিয়ান ডরিয়েলটনকে লালকার্ড দেখান রেফারি। ১০ নিয়েই পিছিয়ে পড়া রাসেলের বিপক্ষে ম্যাচে ফিরে হার এড়িয়ে মাঠ ছাড়ে চারবারের চ্যাম্পিয়নরা।
৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে থেকে লিগের প্রথম পর্ব শেষ করলো সাবেক চ্যাম্পিয়ন শেখ রাসেল ক্রীড়া চক্র। দিনের অন্য ম্যাচে রহমতগঞ্জকে ২-১ গোলে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এ জয়ে ৯ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে চারে থেকে প্রথম পর্ব শেষ করলো শেখ জামাল। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে আটে রহমতগঞ্জ।
Rent for add