বাফুফে এলিট একাডেমির ইংলিশ কোচ এখন ঢাকায়

পল স্মলি চলে যাওয়ার পর প্রধান কোচ ছাড়াই চলছিল বাফুফের এলিট ফুটবল একাডেমি। পল চলে যাওয়ার পর স্থানীয় কোচ দিয়েই চলছিলে একাডেমির কার্যক্রম। অবশেষে একাডেমির প্রশিক্ষণার্থীরা পেয়েছে নতুন প্রধান কোচ। -জাগোনিউজ

বেশ কিছুদিন আগেই বাফুফের ডেভেলপমেন্ট কমিটি নতুন কোচ হিসেবে চুক্তি করেছিল ইংল্যান্ডের পিটার বাটলারের সঙ্গে। জানুয়ারির প্রথম সপ্তাহেই তার ঢাকায় এসে একাডেমির দায়িত্ব নেওয়ার কথা ছিল। তিনি এসেছে এক সপ্তাহ পর আজ (বুধবার)।

পিটার বাটলার ২০১৯ সাল থেকে লাইবেরিয়ার প্রধান কোচের দায়িত্ব পালন করে আসছিলেন। দায়িত্বে ছিলেন বতসোয়ানা জাতীয় দলেরও। এ ছাড়া বিভিন্ন দেশের ক্লাবের কোচের দায়িত্বও পালন করেছেন বাফুফে এলিট একাডেমির এই নতুন বস।

 

Rent for add

সর্বশেষ নিউজ

for rent