বিশেষ সংবাদদাতা, কাঠমান্ডু (নেপাল) থেকে : ১৯ সেপ্টেম্বর ২০২২, সোমবার, ৬:৫০:১০
সাফ নারী ফুটবলের ইতিহাসে এই প্রথম ভারতবিহীন ফাইনালে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও স্বাগতিক নেপাল। বিকেল সোয়া পাঁচটায় নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় ম্যাচটি শুরু হবে। ফলে সাফ নারী ফুটবল এবার নতুন চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে।
এর আগে বাংলাদেশ একবার ও নেপাল চারবার ফাইনালে খেললেও শিরোপা জিততে পারেনি। বাংলাদেশ প্রথম সেমিফাইনালে ৮-০ গোলে ভুটানকে এবং দ্বিতীয় সেমিফাইনালে নেপাল ১-০ গোলে পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতকে পরাজিত করে শিরোপা লড়াইয়ে উঠে আসে।
পরিসংখ্যানে অবশ্য নেপাল ও বাংলাদেশের পারস্পরিক মোকাবেলায় স্বাগতিকরাই এগিয়ে রয়েছে। সাফে এর আগে তিনবার মুখোমুখি হয়েছিল দল দুটি। এর মধ্যে দুইবার সেমিফাইনালে এবং একবার গ্রুপ পর্বে। কিন্তু তিনবারই সাবিনারা হেরেছে।
নেপালের কোচ কুমার থাপা বলেছেন, নতুন একটি ইতিহাসের সামনে আমরা দাঁড়িয়ে আছি। তাই আমরা সেই সুযোগ নষ্ট করতে চাই না। আমরা ভাল ফুটবল খেলে সেই গল্প লিখতে চাই।
অপরদিকে বাংলাদেশের কোচ গোলাম রব্বানী ছোটন বলেছেন, বাংলাদেশ সাফ ফুটবল শিরোপা জয়ের লক্ষ্যের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে।
Rent for add