বিশেষ সংবাদদাতা, কাঠমান্ডু (নেপাল) থেকে : ১৬ সেপ্টেম্বর ২০২২, শুক্রবার, ১৮:৩৫:৫২
সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভুটানকে পরাজিত করায় এবং ফাইনালে উন্নীত হওয়ায় বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন এই বিজয়ের পুরো কৃতিত্বই দিয়েছেন মেয়েদের। একই সঙ্গে তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাইউদ্দিনকেও ধন্যবাদ জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে ছোটন বলেন, আমি আমাদের মেয়েদের অভিনন্দন জানাতে চাই। কারণ তারা খুব ভাল খেলেছে এবং ম্যাচ জিতেছে। তারা শেষ তিনটি গ্রুপ ম্যাচে যে পারফরম্যান্স দেখিয়েছে, একই পারফরম্যান্স করেছে সেমিফাইনালেও। ভুটানের উপর আধিপত্য বিস্তার করে পরিকল্পনা অনুযায়ী (৮-০) একটি দুর্দান্ত ম্যাচ খেলেছে।
এক প্রশ্নে ছোটন বলেন, দলের প্রতিটি বিভাগের খেলোয়াড়রা নিজ নিজ অবস্থানে দায়িত্ব পালন করায় জয় ছিনিয়ে এনেছে। এর পুরো কৃতিত্বই তাদের।
Rent for add