নিজস্ব প্রতিবেদক : ১২ এপ্রিল ২০২৫, শনিবার, ২০:৫১:৩০
তীব্র উত্তেজনাপূর্ণ ম্যাচে বসুন্ধরা কিংসকে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান মজবুত করলো মোহামেডান। আজ শনিবার বসুন্ধরা কিংস অ্যারেনায় মোহামেডানের কাছে ২-১ গোলে হেরেছে টানা পাঁচবারের চ্যাম্পিয়নরা।
মোহামেডানের জোড়া গোল করেছেন অধিনায়ক সোলেমান দিয়াবাতে। কিংসের গোলদাতা রাকিব হোসেন।
১৮ মিনিটে কিংসের গোলরক্ষক শ্রাবণ ও ব্রাজিলিয়ান ডিফেন্ডার দেসিয়েলের ভুল বোঝাবুঝিতে সুযোগ চলে আসে মোহামেডান অধিনায়ক সোলেমান দিয়াবাতের সামনে। মালির এই ফরোয়ার্ড হাতছাড়া করেননি সেই সুযোগ, নিখুঁত শটে কাঁপিয়ে দেন কিংসের জাল।
লিড নেওয়ার পর রয়েসয়ে না খেলে মোহামেডান আরো চড়াও হতে থাকে কিংসের ওপর। ৭ মিনিট পর পাল্টা আক্রমণ থেকে ফ্রি কিক পায় কিংস। ব্রাজিলের জোনাথনের ফ্রি কিক রক্ষণে জটলা তৈরি হলে বল যায় রাকিবের সামনে। রাকিব গোল করে ম্যাচে সমতা আনেন।
৩৫ মিনিটে এগিয়ে যেতে পারতো মোহামেডান। বাঁ দিক দিয়ে দুই ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ক্রস ফেলেন নাইজেরিয়ান সানডে। দিয়াবাতে বল-মাথায় সংযোগ ঘটাতে পারেননি। বল পেয়ে যান ফাঁকায় দাঁড়ানো আরিফ। তিনি উপর দিয়ে মেরে সুযোগ নষ্ট করেন।
বিরতির পর পরই ১০ জনের দলে পরিণত হয় কিংস। দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়েন ডিফেন্ডার রিমন হোসেন। ৫৩ মিনিটে দিয়াবাতের হেড তপু বর্মন গোললাইন থেকে সেভ করলে বেঁচে যায় কিংস।
৮৫ মিনিটে মোহামেডান সমর্থকদের আনন্দে ভাসান দিয়াবাতে। সানডের বাড়ানো বলে গোল করে দলকে দ্বিতীয়বার লিড এনে দেন অধিনায়ক।
১১ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে নিজেদের অবস্থান আরও মজবুত করলো মোহামেডান। কিংসের পয়েন্ট ২০ ।
Rent for add