নিজস্ব প্রতিবেদক : ১২ অক্টোবর ২০২৪, শনিবার, ১৭:১৯:৫৭
বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) লেগেছে নির্বাচনের হাওয়া। বিভিন্ন পদে মনোনয়নপত্র তুলতে শুরু করেছেন সম্ভাব্য প্রার্থীরা।
সেপ্টেম্বরে বাফুফের নির্বাচনে সভাপতি পদে কাজী সালাহউদ্দিন প্রার্থী না হওয়ার ঘোষণা দেওয়ার পরপরই ব্যবসায়ী তরফদার রুহুল আমিন নড়েচড়ে বসেছিলেন। জানিয়েছিলেন, সভাপতি পদে নির্বাচন করতে চান।
এ বছরই অবশ্য নয়, দীর্ঘ ৮ বছর ধরেই বাফুফের সভাপতি হওয়ার জন্য ফুটবল অঙ্গনে দৌড়ঝাঁপ করছিলেন তরফদার রুহুল আমিন। নানা প্রতিবন্ধকতায় পেরে উঠেননি।
এবার মনে হচ্ছিল, সভাপতি পদে মনোনয়নপত্র নেবেন। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেলো বড় চমক। সভাপতি নয়, সিনিয়র সহ-সভাপতি পদে মনোনয়নপত্র তুললেন তরফদার রুহুল আমিন। একজন প্রতিনিধির মাধ্যমে তিনি এই মনোনয়নপত্র তুলেছেন।
আগামী ২৬ অক্টোবর বহুল প্রতীক্ষিত বাফুফে নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।
Rent for add