স্পোর্টস ডেস্ক : ৩ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার, ২১:৫৫:০৬
বিশ্বকাপ বাছাই পর্বের আগামী দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। চলতি মাসে অনুষ্ঠেয় ম্যাচ দুটির ঘোষিত স্কোয়াডে ফিরেছেন লিওনেল মেসি। প্রায় আড়াই মাস পর জাতীয় দলে ফিরলেন আর্জেন্টিনা অধিনায়ক। ভেনেজুয়েলা ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচ দুটির জন্য গতকাল বুধবার (২ অক্টোবর) ২৭ সদস্যের স্কোয়াড চূড়ান্ত করেছে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
মেসিকে নিয়েই পরবর্তী দুই ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। তবে, লিওনেল স্কালোনির দলে সবচেয়ে বড় চমক নিকোলাস পাজ। আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলে খেলা মাঝমাঠের এই ফুটবলার প্রথমবারের মতো ডাক পেয়েছেন জাতীয় দলে। মেসি থাকলেও দলে নেই গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ফিফার আচরণবিধি লঙ্ঘন করায় দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন তিনি। তার বদলে নতুন কাউকে অবশ্য নেননি স্কালোনি। ভরসা রেখেছেন স্কোয়াডে নিয়মিত থাকা বাকিদের ওপর।
অনেক দিন থেকেই চোটে ভুগছিলেন মেসি। জাতীয় দলের মতো তাকে বেশ কিছু ম্যাচে পায়নি ক্লাব ইন্টার মায়ামিও। মায়ামির জার্সিতে আরও কদিন আগেই প্রত্যাবর্তন করেন ক্ষুদে জাদুকর। চোট কাটিয়ে ফিরেছেন ছন্দেও। এবার ডাক পেলেন জাতীয় দলের ডেরায়।
বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার আগামী ১১ অক্টোবর ভেনেজুয়েলার মুখোমুখি হবে। ১৬ অক্টোবর আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ বলিভিয়া। বাছাই পর্বে আট ম্যাচ খেলে শীর্ষে আছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। আট ম্যাচ খেলে ছয় জয় ও দুই হারে আর্জেন্টিনার পয়েন্ট ১৮।সূত্র: এনটিভি
Rent for add