নিজস্ব প্রতিবেদক : ৯ মে ২০২৪, বৃহস্পতিবার, ২২:১১:৫৩
জাতীয় দলের ফরোয়ার্ড তহুরা খাতুন ও অনূর্ধ্ব-১৯ দলের ফরোয়ার্ড সাগরিকা আবার নিজেদের জাত চেনালেন। বৃস্পতিবার নারী লিগে তহুরার ডাবল হ্যাটট্রিক (৭ গোল) এবং সাগরিকার হ্যাটট্রিকে আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাব ১৭-০ গোলে হারিয়েছে জামালপুর কাঁচারিপাড়া একাদশকে।সূত্র: জাগোনিউজ২৪.কম
কমলপুর স্টেডিয়ামে ৭ মিনিটে স্বপ্না রানীর গোলে উদযাপন শুরু গতবারের রানার্সআপ দলটির। উদযাপন শেষ হয়েছে ইনজুরি সময়ের দ্বিতীয় মিনিটে সাগরিকার গোলে।
তহুরা ২৬, ৩২ ও ৪৪ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূরণ করেন। ডাবল হ্যাটট্রিক পূরণ করেন ৪৫, ৪৮ ও ৮৩ মিনিটে গোল করে। নিজের সপ্তম গোলটি করেছেন ৮৫ মিনিটে। চলতি লিগে এক ম্যাচে তহুরার ৭ গোলই সর্বাধিক।
সাফ অনূর্ধ্ব-১৯ এর ফাইনালে ভারতের বিপক্ষে সমতাসূচক গোল করা সাগরিকা ৪ গোল করেছেন ৩৬, ৬৮, ৭৮ ও ইনজুরি সময়ের দ্বিতীয় মিনিটে। এছাড়া গোল করেছেন সুরভী আকন্দ প্রীতি ২ টি, স্বপ্না রানী, কোহাতি কিসকু, সুরমা জান্নাত ও মুনকি আক্তার।
Rent for add