নিজস্ব প্রতিবেদক : ৯ মে ২০২৪, বৃহস্পতিবার, ২২:০২:০৩
বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা জেতা হয়নি মোহামেডানের। ২০০৭ সালে পেশাদার ফুটবল চালুর পর সাদাকালোরা মাঝেমধ্যে টুর্নামেন্ট জিতে সমর্থকদের সান্তনা দিয়েছে।
সাম্প্রতিক মৌসুমগুলোয় টুর্নামেন্টে তাদের পারফরম্যান্স ভালো। গত মৌসুমে ফেডারেশন কাপ জিতেছে। এবার ফাইনালে উঠেছে। এর আগে মৌসুমের প্রথম টুর্নামেন্টের স্বাধীনতা কাপেরও ফাইনালে খেলেছে দেশের ঐতিহ্যবাহী ক্লাবটি।
চলমান লিগে ভালো একটা অবস্থানে থাকলেও ছোট দলের বিপক্ষে কয়েকটি ড্র করে পিছিয়ে পড়েছে। কাগজ-কলমে কিঞ্চিত সম্ভাবনা থাকলেও বাস্তবে সেটা কঠিন। শনিবার বসুন্ধরা কিংসকে হারাতে না পারলে আনুষ্ঠানিকভাবে ছিটকে যাবে সাদাকালোরা। শিরোপা জিততে না পারুক, রানার্সআপ হওয়ার জন্য মোহামেডানের পরের ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ।
তবে মোহামেডানের এখন বেশি নজর ২১ মে’র ফেডারেশন কাপের ফাইনালে। প্রতিপক্ষ জানতে অপেক্ষা করতে হবে আগামী মঙ্গলবার পর্যন্ত। ওই দিন দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে আবাহনী ও বসুন্ধরা কিংস। বিজয়ী দলের বিপক্ষে ময়মনসিংহে শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামবে মোহামেডান।
ফেডারেশন কাপের ফাইনাল, লিগের শেষ কয়েকটি ম্যাচ নিয়ে ক্লাব কর্তৃপক্ষ যখন সিরিয়াস তখন সামনে চলে এসেছে দলবদল। আগামী ১ জুন শুরু হবে নতুন মৌসুমের খেলোয়াড় রেজিস্ট্রেশন। মোহামেডানের মাঠের পারফরম্যান্স ভালো করার পেছনে স্থানীয় যে তরুণ ফুটবলাররা দুর্দান্ত খেলেছেন তাদের ওপর চোখ পড়েছে অন্য ক্লাবের। বিশেষ করে মুরাদ হোসেন ও শাহরিয়ার ইমনকে পেতে চায় দেশের আরেকটি ঐতিহ্যবাহী ক্লাব।
লিগ, ফেডারেশন কাপ ও নতুন মৌসুম নিয়ে আজ (বৃহস্পতিবার) ক্লাবে এসে খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছেন মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের সভাপতি জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন (অব.)। এ সময় উপস্থিত ছিলেন পরিচালক ও ফুটবল কমিটির চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীরসহ ক্লাবের অন্যান্য কর্মকর্তা এবং ফুটবল টেকনিক্যাল কমিটির সদস্যগণ।
এ সময় সভাপতি মোহামেডান ফুটবলারদেরকে ফেডারেশন কাপের ফাইনাল জয় এবং লিগে অপরাজিত থাকার জন্য তাদেরকে সর্বোচ্চ চেষ্টা করার আহ্বান জানান। তিনি বলেন, ‘আমরা আগামী মৌসুমেও ভালো দল করবো। কেউ ক্লাব ছেড়ে যাবেন না। কারো কোনো কথা থাকলে আমাদেরকে বলবেন। কোনো কিছু না বলে অন্য কোনো ক্লাবকে কথা দেবেন না।’
ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হতে পারলে ফুটবলারদেরকে বিশেষ পুরস্কারের আশ্বাসও দেয়া হয়েছে বলে জানা গেছে।সূত্র: জাগোনিউজ২৪.কম
Rent for add