নিজস্ব প্রতিবেদক : ১০ এপ্রিল ২০২৪, বুধবার, ২৩:৪৬:১৯
সাফ নারী ফুটবলের শিরোপাজয়ী অধিনায়ক সাবিনা খাতুন ঈদের দিন বাবাকে (সৈয়দ আলী গাজী) ভীষণ মিস করেন। তিন বছর বাবাকে ছাড়াই ঈদ কাটিয়েছেন। তাই তাঁর কাছে ঈদের আনন্দটা পানসে মনে হয়।
সাবিনার ঈদের বিশেষ পছন্দের খাবার হচ্ছে মা -এর হাতের রান্না করা হাসের গোস্ত। দক্ষিণ এশীয় নারী ফুটবলের অন্যতম তারকা সাবিনা বলেন, বোনদের থেকে প্রতি ঈদে গিফট পান। বন্ধুদের থেকেও পেয়ে থাকেন। কিন্তু ঈদে সেভাবে দেওয়া হয় না। তবে বিদেশে খেলতে গেলে তাদের জন্য গিফট আনেন।
এক প্রশ্নে তিনি বলেন, ছোট্টদের সবসময় ঈদ সালামী দিতে ভাল লাগে। তখন ছেলেবেলার কথা মনে পড়ে, আমরাও তো বড়দের থেকে পেতাম। উল্লেখ্য ২০১০ সাল থেকে জাতীয় দলের অপরিহার্য স্টাইকার সাবিনার হাত ধরে ২০২২ সালে সাফ নারী ফুটবলের শিরোপা জয় ছিল- এদেশের নারী ফুটবলের সেরা সাফল্য। দেশের বাইরে তাঁর মালদ্বীপ ও ভারতীয় লিগে খেলার নজির রয়েছে।
সাবিনা জানান, ঈদে তাঁর পছন্দের তালিকায় রয়েছে সাদা-কালো রঙ্গের পোষাক।
Rent for add