নিজস্ব প্রতিবেদক : ৫ এপ্রিল ২০২৪, শুক্রবার, ২০:০৭:২০
ম্যাচের ৯৪ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে। ফর্টিস এফসির কাছে আবারও হারতে যাচ্ছে আবাহনী, এমনটাই ধরে নিয়েছিলেন আকাশি-নীল সমর্থকরা। তবে পরের মিনিটেই ত্রাতা হয়ে ছয়বারের চ্যাম্পিয়নদের হার থেকে বাঁচিয়ে দিয়েছেন ভিনসেন্টের ফরোয়ার্ড স্টুয়ার্ট কর্নেলিয়াস।
শেষ মুহূর্তে করা কর্নেলিয়াসের গোলে হার এড়ালেও আবাহনী শিরোপা উদ্ধারের মিশনে পিছিয়ে গেলো আরেক ধাপ। শীর্ষে থাকা কিংসের চেয়ে আবাহনী এখন পিছিয়ে এখন ৯ পয়েন্ট। এই পার্থক্য ঘুচিয়ে শিরোপা লড়াইয়ে ফেরা কঠিনই হয়ে গেলো আন্দ্রেস ক্রুসিয়ানির দলের জন্য।
প্রথম পর্বে এই ফর্টিসের কাছে ১-০ গোলে হেরেছিল আবাহনী। শুক্রবার গোপালগঞ্জে আবারও জয়ের পথ তৈরি করেছিল প্রথম ম্যাচে মোহামেডানের কাছে বড় ব্যবধানে হারা দলটি।
প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৬১ মিনিটে ইউক্রেনের ভ্যালেরি লিড এনে দিয়েছিলেন ফর্টিসকে। ৯৪ মিনিট পর্যন্ত লিড ধরে রাখলেও পয়েন্ট হারাতে হয়েছে শেষ মুর্হর্তে। আবাহনীর ১১ ম্যাচে ১৯ পয়েন্ট। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে ফর্টিস এফসি।
এদিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রথম জয়ের দেখা পেয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। রাজশাহীতে তারা ২-০ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। গোল করেছেন মিশরের মোস্তাফা মাহমুদ ও ঘানার আর্নেস্ট বোয়েটেং।
১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে পুরনো ঢাকার ক্লাবটি। ৩ পয়েন্ট নিয়ে তলানিতে ব্রাদার্স ইউনিয়ন।
Rent for add