ফিলিস্তিনের কাছে ৫ গোলে হার

ডিফেন্ডারদের দোষ দেখছেন না ক্যাবরেরা

আগে ফিলিস্তিনের কাছে ৫ ম্যাচ হারলেও ২ গোলের বেশি কখনো খায়নি বাংলাদেশ। তবে বৃহস্পতিবার রাতে কুয়েত সিটিতে বাংলাদেশকে রীতিমতো বিধ্বস্ত করেছে ফিলিস্তিন। ৪২ মিনিট পর্যন্ত রক্ষণ ঠিকঠাক থাকলেও পরের ১২ মিনিটের ঝড়ে ফিলিস্তিন ম্যাচ ৪-০ করে ফেলে। প্রথমার্ধের শেষ ৫ মিনিট ও দ্বিতীয়ার্ধের প্রথম ৭ মিনিটে বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দেয় ফিলিস্তিন।-সূত্র: জাগোনিউজ

বাংলাদেশের এই ভরাডুবির জন্য বিশ্লেষকরা বেশি দায়ী করেছেন রক্ষণকে। বাংলাদেশ এ ম্যাচে হাইলাইন ডিফেন্স নিয়ে খেলেছে। কিন্তু চার ডিফেন্ডার তপু বর্মন, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন ও ইসা ফয়সাল ঠিকঠাক মতো আটকাতেই পারেননি ফিলিস্তিনের ফরোয়ার্ডদের।

তবে বাংলাদেশ কোচ তার ডিফেন্ডারদের পাশেই দাঁড়িয়েছেন। দেশে এসে শনিবার বিকেলে অনুশীলনের পর গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন হ্যাভিয়ের ক্যাবরেরা। তখন তিনি বলছেন, এই ফলের জন্য ডিফেন্ডারদের কোনো দায় নেই, তারা তাদের দায়িত্ব ঠিকঠাক মতোই দায়িত্ব পালন করেছে।

তাহলে ম্যাচে এমন বিপর্যয় হলো কেন? ক্যাবরেরা বলেছেন, ‘এটা আমাদের জন্য চিন্তারই। কেন প্রথমার্ধের শেষ ৫ মিনিট আর দ্বিতীয়ার্ধের প্রথম ৫ মিনিট দুটি করে গোল হজম করেছি? যে ভুলের কারণে এমনটা হয়েছে সেটা আমাদের ঠিক করতে হবে। আমরা নিজেদের কাছে আরও ভালো কিছু আশা করছি। আমরা জানি অ্যাওয়ের চেয়ে হোমম্যাচে আমরা শক্তিশালী।’

রক্ষণের খেলোয়াড়দের নিয়ে ক্যাবরেরা বলেছেন, ‘চার ডিফেন্ডারেের ওপর আমি খুশি। সঙ্গে গোলকিপারও। তারা তাদের দায়িত্ব ভালোভাবে পালন করেছে। বিশেষ করে ফিলিস্তিনদের ক্রস করা থেকে কিছুটা দূরে রাখতে পেরেছে ওরা। আমার পূর্ণ আস্থা আছে তাদের ওপর। এ নিয়ে কোনো অভিযোগ বা চিন্তা নেই। ফিলিস্তিনের মান আর আমাদের দুর্বলতা মিলিয়েই এমন ফল হয়েছে।’

ফিনল্যান্ড প্রবাসী তারিক কাজী ছিলেন না ইনজুরির কারণে। তাকে কি এই ম্যাচে মিস করেছিলেন কোচ? ‘শুরু থেকেই তারিক আমাদের সঙ্গে নেই। আমরা সে বিষয় মাথায় রেখেই প্রস্তুতি নিয়েছি। তারিক ভালো খেলোয়াড়। তবে দলে অন্য যারা আছে, তারাও ভালো। তারাও তারিকের জায়গাটা ভরাট করার সামর্থ্য রাখে।’

২৬ মার্চের ম্যাচে বিশ্বনাথকে তার নিয়মিত পজিশন রাইট ব্যাকে এবং শকিলকে সেন্টারব্যাকে দেখা যাবে কিনা-এমন প্রশ্নের জবাবে ক্যাবরেরা বলেন, ‘আলোচনা করে এটা ঠিক করবো। তবে রক্ষণ নিয়ে আমার কোনো অভিযোগ নেই।’

 

 

Rent for add

সর্বশেষ নিউজ

for rent