নিজস্ব প্রতিবেদক : ১০ মার্চ ২০২৪, রবিবার, ২২:৫৪:৫৭
বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে না পারলে সবচেয়ে বেশি কষ্টে পুড়তেন সুরভী আকন্দ প্রীতি। টাইব্রেকারে প্রথম শটটি নিয়েছিলেন তিনি। কিন্তু ভারতের গোলরক্ষক আটকে দিয়েছেন তার শট।
অথচ এই প্রীতি টুর্নামেন্টে করেছেন ৫ গোল। বাংলাদেশকে ফাইনালে তোলার সবেচেয়ে বেশি অবদান তার। টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত ফুটবল খেলে জিতেছেন সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বুট।
ব্যক্তিগতভাবে জেতা পুরস্কার তিনি উৎসর্গ করেছেন সতীর্থদের। ট্রফি নিয়ে হোটেলে ফিরে নিজের ফেসবুক পেজে সেরা খেলোয়াড়ের পুরস্কার সতীর্থদের উৎসর্গের স্ট্যাটাস দিয়েছেন।
প্রীতি লিখেছেন-
‘আলহামদুলিল্লাহ।
আপনাদের দোয়ায় আমি মোস্ট ভ্যালুয়েবল অ্যাওয়ার্ড পেয়েছি। আমার এই অর্জনটি আমি টিমমেটদের উৎসর্গ করলাম।’
সুরভী আক্তার প্রীতির জোড়া গোলে বাংলাদেশ ২-০ ব্যবধানে নেপালকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল। এক গোল করেছেন ভারতের বিপক্ষে এবং জোড়া গোল ছিল ভুটানের বিপক্ষে।
২০২২ সালে ঢাকায় অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে তিনি ৯ গোল করে গোল্ডেনবুট জিতেছিলেন। ৯ গোলই তিনি করেছিলেন ভুটানেরে বিপক্ষে। প্রথম ম্যাচে করেছিলেন ৩ গোল, ফিরতি ম্যাচে করেছিলেন ৬ গোল।’
Rent for add