নিজস্ব প্রতিবেদক : ৪ মার্চ ২০২৪, সোমবার, ১৯:৩৫:৩০
নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে এক পা দিয়ে রেখেছে বাংলাদেশের মেয়েরা। আগামীকাল (মঙ্গলবার) দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ মাঠে নামবে সবচেয়ে কঠিন প্রতিপক্ষ ভারতের বিপক্ষে।
এই ম্যাচের আগে বাংলাদেশ শিবিরে শঙ্কা দলের সেরা ফরোয়ার্ড সুরভী আকন্দ প্রীতির খেলা নিয়ে। কারণ, নেপালের বিপক্ষে জোড়া গোল করার পর ব্যাথা পেয়ে মাঠ ছেড়েছিলেন তিনি। আজ (সোমবার) সুরভী নিজেই কোচ সাইফুল বারী টিটুর কাছে তার ব্যাথার কথা বলেছেন।
নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে এক ভিডিওবার্তায় বাংলাদেশ দলের কোচ সাইফুল বারী টিটু ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ নিয়ে নিজেদের প্রস্তুতি ও পরিকল্পনার কথা বলতে গিয়ে সুরভীর খেলা নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা নিয়েও কথা বলেছেন।
ভারতের বিপক্ষে ম্যাচের আগের দিন বাংলাদেশ কোচ বলেছেন, ‘ম্যাচটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, আমরা কোথায় দাঁড়িয়ে আছি, আগামীকাল বোঝা যাবে। ভারতও শক্তিশালী দল। আরেকটা বিষয় হলো প্রতিপক্ষকে বুঝতে পারা। ভারত কোন জায়গায় বেশি শক্তিশালী, কোন জায়গায় দুর্বল-এসব আমরা এ ম্যাচে বুঝতে পারবো। নিজেদের অবস্থাও বুঝতে পারবো। কোন জায়গায় আমরা ঠিকঠাক করতে পারছি, কোন জায়গায় পারছি না-এসব ভারতের বিপক্ষে ম্যাচে বুঝতে পারবো।’
সাইফুল বারী টিটু আরও বলেন, ‘ভারত প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে খুবই ভালো ফুটবল খেলেছে। তবে আমরা তো আর ভুটান না। আমরা কতটা প্রতিদ্বন্দ্বিতা করতে পারি সেটা ম্যাচেই বোঝা যাবে। ম্যাচটাকে আমি খুবই মজার হিসেবে দেখবো। আমরা যদি ধরেই নেই যে, ফাইনাল খেলার সম্ভাবনা আছে দুই দলের, সে হিসেবে এ ম্যাচটিকে ফাইনালের ড্রেস রিহার্সেল বলাই যায়।’
দলের বর্তমান অবস্থা ও সুরভী প্রীতি ব্যথা পাওয়া সম্পর্কে কোচ টিটু বলেন, ‘গত ম্যাচে তো সুরভী আকন্দ প্রীতি দুটি গোল করার পর উঠে গিয়েছিল। প্রীতি বলেছে, তার একটু ব্যথা আছে। তারপরও সে খেলতে চাচ্ছে। বিষয়টাকে আমাদের সতর্কতার সঙ্গে দেখতে হবে। কারণ, সে খেলার উপযোগী আছে কিনা, খেলালে কতটা সময় খেলানো যাবে সব বিবেচনা করতে হবে। আবার না খেলিয়ে বসিয়ে রাখলেও ওর মধ্যে মনস্তাত্ত্বিক নেতিবাচক একটা প্রভাব পড়ে কিনা সেটাও দেখতে হবে। সে ছাড়া বাকি সবাই মোটামুটি ঠিক আছে। খেলোয়াড় যারা আছে সবাইকে সমান চোখে দেখতে হবে। যাকেই মাঠে নামাবো সে যদি পারফরম করতে পারে, সেটা দলের জন্যই ভালো হবে।’
Rent for add