নিজস্ব প্রতিবেদক : ৩০ জানুয়ারি ২০২৪, মঙ্গলবার, ১৮:২৫:২২
এবিজি বসুন্ধরা ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্টে ঢাকা আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে।
দুই আবাহনীর লড়াইয়ে বসুন্ধরা অ্যারেনায় আজ মঙ্গলবার ঢাকা আবাহনী লিমিটেড ৩-০ গোলে চট্টগ্রাম আবাহনী লিমিটেডকে পরাজিত করে। প্রথমার্ধে বিজয়ী দল ১-০ গোলে এগিয়ে ছিল। ৪৩ মিনিটে ব্রুনো, ৪৭ মিনিটে এমেকা ও ৮৩ মিনিটে ওয়াশিংটন গোল করেন।
এদিকে দিনের অপর ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ২-১ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন লিমিটেডকে।
গোপালগঞ্জে ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য ড্র ছিল। সবকয়টি গোলই দ্বিতীয়ার্ধে হয়েছে। মোহামেডানের হয়ে ৬৬ মিনিটে সৌরভ ও ৮৫ মিনিটে জাফর এবং ব্রাদার্সের হয়ে ৬৯ মিনিটে ওটাবেক গোল করেন।
Rent for add