নিজস্ব প্রতিবেদক : ১৫ ডিসেম্বর ২০২৩, শুক্রবার, ২:১৪:২৩
ঘরোয়া ফুটবল মৌসুমের প্রথম টুর্নামেন্ট স্বাধীনতা কাপের দুটি সেমিফাইনাল শুক্রবার। দুপুর ১টা ৪৫ মিনিটে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে মোহামেডান খেলবে রহমতগঞ্জের বিপক্ষে এবং বিকেল ৪ টায় বসুন্ধরা কিংস অ্যারেনায় দ্বিতীয় সেমিফাইনাল খেলবে আবাহনী ও বসুন্ধরা কিংস।
দ্বিতীয় সেমিফাইনালের ভেন্যু পরিবর্তনের আবেদন করেছিল আবাহনী। বাফুফের প্রফেশনাল লিগ কমিটিকে চিঠি দিয়ে আবাহনী তাদের সেমিফাইনাল ম্যাচটির কিংস অ্যারেনার পরিবর্তে অন্য কোনো ভেন্যুতে আয়োজনের অনুরোধ করেছিল। গত কয়েকদিন ধরে আবাহনী তাকিয়েছিল বাফুফের দিকে। তবে শেষ পর্যন্ত তাদের নির্ধারিত ভেন্যুতেই খেলতে হবে।
বৃহস্পতিবার বিকেলে বাফুফের কম্পিটিশন ম্যানেজার জাবের বিন তাহের আনসারী বলেছেন, ‘আবাহনী ও বসুন্ধরা কিংসের সেমিফাইনাল নির্ধারিত ভেন্যু কিংস অ্যারেনাতেই হবে। এ বিষয়ে আমরা চিঠি দিয়ে আবাহনীকে জানিয়ে দেবো।’
আবাহনীর ফুটবল দলের ম্যানেজার কাজী নজরুল ইসলাম বাফুফের একটা সিদ্ধান্ত দ্রুত আশা করছিলেন। ‘যেহেতু একটা গুরুত্বপূর্ণ ম্যাচ, তাই আমরা ম্যাচটি কিংসের ভেন্যুতে না খেলে নিরপেক্ষ ভেন্যুতে খেলতে চেয়েছিলাম। বাফুফের কী সিদ্ধান্ত, তা অফিসিয়ালি জানি না।’
Rent for add