নিজস্ব প্রতিবেদক : ২০ নভেম্বর ২০২৩, সোমবার, ২৩:৫৭:২৬
আগামী ২৫ বছরের জন্য দুটি মাঠ পেলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ফিফা ফরোয়ার্ড-৩ প্রকল্পের আওতায় ফিফার অর্থায়নে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মাদ মোস্তফা কামাল স্টেডিয়াম ও মতিঝিলে বাফুফে ভবন সংলগ্ন মাঠে নতুন করে কৃত্রিম টার্ফ স্থাপনের সিদ্ধান্তের প্রেক্ষিতে বাফুফের অনুরোধক্রমে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) উক্ত দুটি মাঠকে আগামী ২৫ বছরের জন্য বাফুফের অনুকূলে বরাদ্ধ দিয়েছে।
আজ সোমবার ২০ নভেম্বর এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনএসসির সচিব (অতিরিক্ত সচিব) পরিমল সিংহ, পরিচালক মো. শামসুল আলম, সহকারী পরিচালক সুকুমার, আইন কর্মকর্তা এস এম কবিরুল হাসান, পরিকল্পনা কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন এবং বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।
Rent for add