নিজস্ব প্রতিবেদক : ১৮ নভেম্বর ২০২৩, শনিবার, ২২:০১:৫৭
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তত্ত্বাবধানে আজ ১৮ নভেম্বর থেকে বাফুফে ভবনে ইয়ুথ রেফারিজ রিফেশার্স কোর্স শুরু হয়েছে। এ কোর্সে বাফুফে কর্তৃক চলমান টুর্নামেন্ট ও লিগসমূহ পরিচালনাকারী ৩৪ জন রেফারি ও সহকারি রেফারি এবং পর্যবেক্ষক হিসেবে ৮ জন ম্যাচ কমিশনার অংশগ্রহণ করছেন।
ইয়ুথ রেফারিজ রিফেশার্স কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফে রেফারিজ কমিটির ডেপুটি চেয়ারম্যান তৈয়ব হাসান সামছুজ্জামান ও বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।
এ কোর্সের ইন্সট্রাক্টর হিসেবে দায়িত পালন করছেন বাফুফে রেফারিজ কমিটির সদস্য মো. শহীদুল ইসলাম, বাফুফে হেড অব রেফারি আজাদ রহমান ও বাফুফে ফিটনেস ইন্সট্রাক্টর সুজিৎ কুমার ব্যানার্জী।
Rent for add