বিশ্বকাপ বাছাইপর্ব থেকে ছিটকে পড়লেন ব্রাজিলের এডারসন

পায়ে চোট পাওয়ায় ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে কলম্বিয়া এবং আর্জেন্টিনার বিপক্ষে আসন্ন দু‌‌ ম্যাচ খেলতে পারছেন না ব্রাজিল ফুটবল দলের গোলরক্ষক এডারসন। ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।

ইংলিশ প্রিমিয়ার লিগে গত রোববার স্টামফোর্ড ব্রিজে চেলসির সঙ্গে ৪-৪ গোলে ড্র হওয়া ম্যাচে ইনজুরিতে পড়েন ম্যানচেস্টার সিটির ৩০ বছর বয়সী গোলরক্ষক এডারসন। ফলে আগামী বৃহস্পতিবার ব্যারানকুইলায় কলম্বিয়া এবং ২১শে নভেম্বর রিও ডি জেনিরোতে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের জন্য তার বদলি হিসেবে অ্যাথলেটিকো পারানায়েন্সের গোলরক্ষক বেন্টোকে ডেকে পাঠিয়েছেন ব্রাজিলীয় কোচ ফার্নান্দো দিনিজ। বাসস 

বিশ্বকাপ বাছাইপর্বে এ পর্যন্ত চার ম্যাচ থেকে ১২ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে অপরাজিত আর্জেন্টিনা। আঞ্চলিক প্রতিপক্ষ ভেনেজুয়েলা, ব্রাজিল ও উরুগুয়ের চেয়ে পাঁচ পয়েন্টে এগিয়ে রয়েছে তারা। এদিকে বলিভিয়ার বিপক্ষে জয় পেলেও ভেনেজুয়েলার সঙ্গে ড্র এবং উরুগুয়ের কাছে হেরে গেছে ব্রাজিল।

কানাডা, মেক্সিকো এবং যুক্তরাস্ট্রের যৌথ আয়োজনে ২০২৬ বিশ্বকাপে ওই মহাদেশ থেকে (দক্ষিণ আমেরিকা) ছয়টি দল অংশগ্রহণের সুযোগ পাবে।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent