নিজস্ব প্রতিবেদক : ৪ অক্টোবর ২০২৩, বুধবার, ২২:০৭:২১
বিদেশ থেকে ৬৪ বোতল মদ নিয়ে এসেছিলেন বসুন্ধরা কিংসের ৫ ফুটবলার। যে অপরাধে এরই মধ্যে তাদের সাময়িক নিষিদ্ধ করেছে বসুন্ধরা কিংস। এই ৫ ফুটবলারের বিরুদ্ধে অধিকতর তদন্ত চলমান।
৫ ফুটবলার এই ন্যাক্কারজনক ঘটনায় আগের দিনই মুখ খুলেছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। জাগো নিউজকে তিনি চরম হতাশার কথা জানিয়েছিলেন।
আজ (বুধবার) বাফুফে ভবনে অনুষ্ঠিত হলো ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির নিয়মিত সভা। সেখানে অনির্ধারিতভাবেই আলোচনায় ওঠে ৫ ফুটবলারের মদ নিয়ে আসার প্রসঙ্গ।
মিটিং শেষে মিডিয়ার সঙ্গে কথা বলেন বাফুফে সভাপতি। সেখানে এক প্রশ্নের জবাবে কাজী সালাউদ্দিন জানালেন, এবার হয়তো এই ৫ ফুটবলারের জাতীয় দলের দরজাও বন্ধ হতে যাচ্ছে।
সাংবাদিকদের তিনি বলেন, ‘ভাবতেও পারছি না যে তারা এমন কাণ্ড করতে পারে। আমি মনে করি, তাদের জাতীয় দলে নেওয়া উচিত নয়। কোচের সঙ্গেও কথা হয়েছে। তিনিও সম্ভবত দলে নিচ্ছেন না এই ৫ ফুটবলারকে।’
বাফুফে সভাপতি ওই পাঁচ ফুটবলার বিষয়ে এক প্রশ্নের জবাবে বলেন, ‘তিন চারদিন আগে বসুন্ধরা কিংস তাদের পাঁচ ফুটবলারকে শৃঙ্খলাভঙ্গের কারণে সাময়িকভাবে বরখাস্ত করে আমাদের একটা চিঠি দিয়েছে। ক্লাবের চিঠি পাওয়ার পর আমি খোঁজ নিয়ে দেখি ফুটবলাররা ক্লাবের কাছে ক্ষমাও চেয়েছেন। তাই আমি বলবো এটা ঝুলন্ত অবস্থায় আছে। ক্লাব যখন কোনো খেলোয়াড়ের ডিসিপ্লিনারির বিষয়টি বলে তখন বাফুফের স্বয়ংক্রিয় হিসেবেই কর্তব্য হয়ে ওঠে তা খতিয়ে দেখার।’
মালদ্বীপের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের জন্য প্রস্তুতি চলছে ১৬ ফুটবলার নিয়ে। বসুন্ধরা কিংসের এএফসি কাপের ম্যাচের পর ওই দলের খেলোয়াড়দের ডাকার কথা আজ-কালের মধ্যে। সেখানে এই ফুটবলারদের বিবেচনা করা হবে কিনা?
জানতে চাইলে বাফুফে সভাপতি বলেন, ‘কঠিন। আমি মনে করি তাদের বিবেচনা করা কঠিন। কারণ, এটা ডিসিপ্লিনারি অ্যাকশন। এটা সবার জন্যই হওয়া উচিত। আমার যেটা মনে হয় কোচ (হ্যাভিয়ের ক্যাবরেরা) সম্ভবত তাদের দলে নেবেন না। ক্লাব যেহেতু ডিসিপ্লিনারি বিষয়ে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, একটা চিঠি দিয়ে ফেলেছে তখন কোচের জন্য তাদের নির্বাচন করা কঠিন।’
এ বিষয়ে বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান বলেছেন, ‘আসলে একটা অভিযোগ এসেছে। সেই অভিযোগের প্রেক্ষিতে আমরা তাদের সাময়িকভাবে বরখাস্ত করেছি। একটা তদন্ত কমিটিও গঠন করেছি। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবো। আমরা প্রথমে খেলোয়াড়দের শো-কজ করেছি। তাদের কাছে উত্তর চেয়েছি। সেই উত্তর দেওয়ার পর আমরা তাদের সাময়িকভাবে বরখাস্ত করেছি। বরখাস্ত করার পরদিনই বাফুফেকে চিঠি দিয়ে জানিয়েছি।’ সূত্র : জাগোনিউজ
Rent for add