শেষ মুহূর্তের গোলে কোনোমতে জয় নিয়ে মাঠ ছাড়লো ব্রাজিল

বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় ম্যাচ খেলতে পেরুর রাজধানী লিমায় গিয়েছিলো ব্রাজিল ফুটবল দল। প্রথম ম্যাচে নিজেদের মাঠে বলিভিয়াকে ৫-১ গোলে হারিয়েছিলো তারা। কিন্তু লিমায় গিয়ে জয় এতটা সহজ হলো না। পয়েন্টই হারাতে বসেছিলো প্রায়। কিন্তু শেষ মুহূর্তে ডিফেন্ডার মার্কুইনহোসের গোলে কোনোমতে জয় নিয়ে ঘরে ফিরে এসেছে সেলেসাওরা। -জাগোনিউজ

লাতিন আমেরিকা বিশ্বকাপ বাছাই পর্বে শুধু ব্রাজিল এবং আর্জেন্টিনাই ২ ম্যাচে ২টি করে জয় তুলে নিয়েছে। পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ব্রাজিলই রয়েছে শীর্ষে। গোল ব্যবধানে পিছিয়ে থেকে আর্জেন্টিনা রয়েছে দ্বিতীয় স্থানে।

অন্তর্বর্তীকালীন কোচ ফার্নান্দো দিনিজের অধীনে ব্রাজিল দল শুরু থেকেই ছিল বেশ আক্রমণাত্মক। দারুণ প্রভাব বিস্তার করে খেলতে শুরু করে তারা। যার ফলে দ্রুত দুটি গোলও পেয়ে গিয়েছিলো। কিন্তু রাফিনহা এবং রিচার্লিসনের এই গোল দুটি বাতিল হয়ে যায় অফসাইডের কারণে।

দুটি গোল বাতিল হওয়ায় স্বভাবতই হতাশ হয়ে পড়ে ব্রাজিলিয়ানরা। ম্যাচও শেষ হতে যাচ্ছিলো প্রায় সমতায় থেকে। কিন্তু ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তে (৯০ মিনিটে) নেইমারের কর্নার কিক থেকে ভেসে আসা বলে বুলেটের গতিতে হেড করেন মার্কুইনহোস। সেটিই গিয়ে আশ্রয় নেয় পেরুর জালে।

এই জয়ের পর অন্তর্বর্তীকালীন কোচ দিনিজ বলেন, ‘আমি খুবই খুশি যে, গত দুই ম্যাচে যেভাবে খেলতে পেরেছি, তা নিয়ে। আজকের (মঙ্গলবার রাতে) ম্যাচ অনুষ্ঠিত হয়েছে খুবই ভিন্ন এক পরিস্থিতিতে। দল গোল করেছে তিনটি। কিন্তু কাউন্ট হচ্ছে একটি।’

তিনি আরও বলেন, ‘জয়টাই সব সময় হচ্ছে গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি, অনেক কৃতিত্বের সঙ্গেই এই দুই ম্যাচ জয় করেছি। সত্যিই আমি এটা উপভোগ করেছি।’

আগামী মাসেই বাছাই পর্বে ঘরের মাঠে ভেনেজুয়েলার বিপক্ষে খেলবে ব্রাজিল। এরপর উরুগুয়েতে গিয়ে খেলবে পরের ম্যাচ।

 

Rent for add

সর্বশেষ নিউজ

for rent