শুরুতেই মালয়েশিয়ার মুখোমুখি বাংলাদেশ

ঢাকায় জাতীয় ফুটবল দল আফগানিস্তানের বিপক্ষে দুই প্রীতি ম্যাচের একটি খেলেছে। ভুটানের থিম্পুতে অনূর্ধ্ব-১৬ দল এরই মধ্যে খেলেছে সাফের দুই ম্যাচ। এবার পালা অনূর্ধ্ব-২৩ দলের। আগামীকাল (বুধবার) মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করছে জুলফিকার মাহমুদ মিন্টুর দল।

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ‘এইচ’ গ্রুপে খেলছে বাংলাদেশ। আয়োজক থাইল্যান্ড। বাংলাদেশ ও থাইল্যান্ড ছাড়াও গ্রুপের অন্য দুই দল বাংলাদেশ ও ফিলিপাইন।

এশিয়ার ৪৭ দেশের মধ্যে ৪৩টি অংশ নিচ্ছে ১১ গ্রুপে। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন ও বেস্ট ৪ রানার্স উঠবে চূড়ান্ত পর্বে। স্বাগতিক কাতারকে নিয়ে আগামী বছর ১৫ এপ্রিল থেকে ৩ মে কাতারের চারটি শহরে অনুষ্ঠিত হবে চূড়ান্ত পর্ব।

গ্রুপ পর্বে আগামীকাল প্রথম দিনে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ খেলতে নামছে। প্রতিপক্ষ মালয়েশিয়া। থাইল্যান্ডের চনবুরিতে খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। দিনের প্রথম ম্যাচে স্বাগতিক থাইল্যান্ড খেলবে ফিলিপাইনের বিপক্ষে।

৯ সেপ্টেম্বর বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে। শেষ ম্যাচ ১২ সেপ্টেম্বর, প্রতিপক্ষ ফিলিপাইন।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent