স্পোর্টস ডেস্ক : ২৪ আগস্ট ২০২৩, বৃহস্পতিবার, ০:২৫:০৫
ম্যাচের ৮৭ মিনিট পর্যন্ত ২-১ গোলে পিছিয়েই ছিল আল নাসর। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে দারুণ এক জয় ক্রিশ্চিয়ানো রোনালদো, সাদিও মানেদের। শেষ ১০ মিনিটে রীতিমত চমক দেখিয়েছে সৌদি ক্লাবটি।
আমিরাতের ক্লাব আল আহলির বিপক্ষে হারতে বসা ম্যাচে শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে আল নাসর। এ জয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বেও পৌঁছে গেছে তারা।
সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত ম্যাচে শুরুতে অবশ্য এগিয়ে গিয়েছিল আল নাসরই। ১১ মিনিটে ব্রজোভিচের কর্নার থেকে হেডে গোল করেন ব্রাজিলিয়ান তারকা অ্যান্ডারসন তালিসকা।
তবে এর ৭ মিনিটের মাথায় ঘুরে দাঁড়ায় আল আহলি। দলকে সমতায় ফেরান ইয়াহিয়া আল ঘাসানি। ১-১ সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল।
বিরতির পরই বড় ধাক্কা খায় আল নাসর। ম্যাচের ৪৬ মিনিটে দারুণ ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় গোল করে আমিরাতের ক্লাবটিকে এগিয়ে দেন আল ঘাসানি।
পিছিয়ে পড়া আল নাসর মরিয়া হয়ে লড়তে থাকে। কিন্তু গোল পাচ্ছিল না। অবশেষে তারা গোললাইন ভেদ করতে পারে ম্যাচের ৮৮ মিনিটে। সুলতান আল ঘানামের গোলে ম্যাচে সমতায় ফেরে আল নাসর।
এরপর যোগ করা সময়ে বড় চমক দেখায় আল নাসর। হেডে গোল করে রিয়াদের ক্লাবটিকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন তালিসকা। ম্যাচের একদম শেষ মুহূর্তে আরও এক গোল।
এবার রোনালদোর অ্যাসিস্টে জাল কাঁপান ব্রজোভিচ। শেষ পর্যন্ত ৪-২ ব্যবধানের বড় জয় নিয়েই এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে পা রাখে আল নাসর। তথ্য সূত্র : জাগোনিউজ২৪.কম
Rent for add