নিউক্যাসল থেকে আল-আহলিতে সেইন্ট-ম্যাক্সিমিন

এবার সৌদি পেশাদার লিগে নাম লেখালেন ফরাসি উইঙ্গার অ্যালান সেইন্ট-ম্যাক্সিমিন। ইংলিশ ক্লাব নিউক্যাসল ছেড়ে তিন বছরের চুক্তিতে সেইন্ট-ম্যাক্সিমিন পাড়ি জমিয়েছেন সৌদিতে। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যের লোভনীয় প্রস্তাবে আরো এক শীর্ষ ইউরোপীয়ান খেলোয়াড় সাড়া দিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সম্পর্কে আল-আহলি বলেছে, ‘আমরা সেরা খেলোয়াড়কেই বেছে নেবার চেষ্টা করছি, সেইন্ট-ম্যাক্সিমিন তাদেরই একজন।’

চুক্তিতে অর্থের পরিমান সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। কিন্তু ইংলিশ গণমাধ্যমের রিপোর্টের সূত্র ধরে জানা গেছে প্রায় ৩০ মিলিয়ন পাউন্ডে আল-আহলি সেইন্ট-ম্যাক্সিমিনকে কিনে নিয়েছে।

২৬ বছর বয়সী সেইন্ট-ম্যাক্সিমিন সৌদি মালিকানাধীন নিউক্যাসলের হয়ে ১২৪ ম্যাচ খেলে ১৩ গোল করেছেন। ২০১৯ সালে ফরাসি ক্লাব নিস থেকে তিনি নিউক্যাসলে যোগ দিয়েছিলেন।

ক্রিস্টিয়ানো রোনালদো, রবার্তো ফিরমিনো, রিয়াদ মাহরেজ, করিম বেনজেমা, জর্ডান হেন্ডারসনের পর সৌদি পেশাদার লিগে হাই-প্রোফাইল খেলোয়াড়দের তালিকা প্রতিদিনই দীর্ঘ হচ্ছে। -বাসস 

Rent for add

সর্বশেষ নিউজ

for rent